সংবাদ শিরোনাম :  
                            
                            
                     প্রচ্ছদ /
                   Uncategorized, অর্থনীতি, আইটি বিশ্ব, আন্তর্জাতিক, আমাদের পরিবার, ইসলামী জীবন, উদ্ভাবন, খুলনা, খেলাধুলা, চট্টগ্রাম, চাকরি-বাকরি, চিত্র বিচিত্র, জাতীয়, জোকস, টেলিকম, তথ্যকণিকা, ধর্ম, নাগরিক সংবাদ, পাঁচমিশালি, পাত্র/পাত্রী, বরিশাল, বাণী, বাতায়ন, বাংলাদেশ, বিজ্ঞান, বিনোদন, বিশেষ খবর, ময়মনসিংহ, রংপুর, রাজধানী, রাজনীতি, রাজশাহী, শিক্ষা, সম্পাদকীয়, সাক্ষাৎকার, সামাজিক মাধ্যম, সারাদেশ, সাহিত্য ও শিক্ষা, সিলেট, স্বাস্থ্য                
                মেসি-নেইমার জুটিকে মাঠে দেখার অপেক্ষা
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময় : ০৯:২৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ৩২৫ বার পড়া হয়েছে
 
রাজধানী ডেস্ক: নেইমারের সঙ্গে আবার জুটি বাঁধবেন মেসি। ফ্রান্সের রাজধানীতে এ নিয়ে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে পিএসজি সমর্থকদের মাঝে। এমন ত্রিফলা আক্রমণভাগ দেখতে তাদের আর তর সইছে না।বার্সেলোনায় ছিল এমএসএন-মেসি, সুয়ারেজ ও নেইমার। পিএসজিতে হবে এমএএন-মেসি, এমবাপ্পে ও নেইমার। কী দারুণ আক্রমণভাগ নিয়ে মাঠে নামবেন প্যারিসের জায়ান্টরা।
জানা গেছে, এবার সিআর সেভেন রোনাল্ডোকেও টানতে চাইছে পিএসজি। অধরা চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলতে ইউরোপের ফুটবল বাজারে আধিপত্য দেখাচ্ছে পিএসজি। এর জন্য সব কিছু করতে প্রস্তুত ক্লাবটির চেয়ারম্যান নাসের আল খেলাইফি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর খবর, মেসিকে কিনেই থামছেন না খেলাইফি। এবার তার চোখ পড়েছে রোনাল্ডোর ওপর। মেসি, নেইমার ও রোনাল্ডোকে নিয়ে স্বপ্নের আক্রমণভাগ সাজাদে চান তিনি।
গুঞ্জন উঠেছে— ফরাসি তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের শূন্যতা রোনাল্ডোকে দিয়ে পূরণ করতে চান নাসের আল খেলাইফি।
আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এমবাপ্পের। এর পর ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে নাম লেখাবেন তিনি। একই সময়ে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্টাসের সঙ্গে নতুন চুক্তি এখনও করা হয়নি তার।
সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে পিএসজি। রোনাল্ডোকে নিয়ে আসার চেষ্টা করবে প্যারিসের এ দলটি।
																			









