দেশনেত্রী বেগম খালেদাজিয়া দেশ-জাতিকে সংকট ময় পরিস্হির মুখোমুখি থেকে মুক্তির জন্যে আপোষহীন ছিলেন।

সাখাওয়াত হোসেন বিশেষ প্রতিনিধি ঢাকা
  • আপডেট সময় : ০১:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

দেশনেত্রী বেগম খালেদাজিয়া দেশ-জাতিকে সংকট ময় পরিস্হির মুখোমুখি থেকে মুক্তির জন্যে আপোষহীন ছিলেন। তিনি অন্যায় ও অনৈতিক বা ক্ষমতার দাম্ভিকতার কাছে মাথা নত না করে জনতার উপর জুলুম নিপীড়নে ছিলেন প্রতিবাদী এক উদ্দীপ্ত কণ্ঠস্বর। আজ ভোর ছয় ঘটিকার সময় এভারগ্রীন হাসপাতালে আল্লাহপাকের ইচ্ছার নিয়ম অনুযায়ী তিনি শেষ নিংশ্বাস ত্যাগ করেছেন।”ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন “। হে মাবুদ প্রেসিডেন্ট হিসাবে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমান এর সহধর্মিণী বেগম খালেদা জিয়া জ্ঞান থাকা পর্যম্ত আপনার নির্দেশনা অনুযায়ী মুসলিম সহ সকল জাতির কল্যান আর দেশের কল্যাণে ঐক্যে ছিলেন আপোষহীন। যারা দেশ ও জাতির অকল্যাণকর চিন্তা-ভাবনা করতেন তাদের সাথে আপোষ করেননি। মুসলিম বিশ্ব আর প্রতিটি নাগরীক এর মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করতে ছিলেন আপোষহীন। হে আল্লাহ আপনি তার সকল ভুলক্রটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন। তিনি সমাজের জুলুম-নিপিড়ন আয়নার মত তুলে ধরা সমাজ দায়িত্বশীল সাংবাদিকদের অত্যান্ত শ্নেহ করতেন ভালবাসতেন। তিনি দায়িত্বশীল সাংবাদিকতা মনে করতেন সত্যপ্রকাশকারীকে। সমালোচককে বলতেন আপনি ভুল পথে চলতে গেলে আপনি সমালোচক সঠিক পথ দেখান। বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন
(বিআরজেএ) এর চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম গোটা দেশপ্রমিকদের সাথে শোক প্রকাশ করছে। বিআরজেএ গঠনে দেশপ্রমিক রাজনৈতিক ব্যাক্তি আধিপত্যবাদ বিরোধী সালাউদ্দীন কাদের চৌধুরী, দেশপ্রমিক সাংবাদিক এর অভিভাবক আনোয়ার জাহীদ ও আব্দুল কাদের মোল্লাকে দিয়ে গঠন করাণ। হে মাবুদ  আপনি তাকে জান্নাতের মেহমান হিসাবে গ্রহন করুন। সরকারের কাছে আহবান কম তিনদিনের জাতিয় শোক আর ধর্ম মন্ত্রনালয় কতৃক তিন দিন ফজর ও আসর নামাজ পড়ে দোয়ার জন্যে নির্দেশনা দেওয়ার আহবান জানাচ্ছি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন(বিআরজেএ) শোকসন্তপ্ত পরিবার আর মরহুমার প্রকৃত অনুসারীদের সাথে সসমবেদনা প্রকাশ করছে।

ট্যাগস :

দেশনেত্রী বেগম খালেদাজিয়া দেশ-জাতিকে সংকট ময় পরিস্হির মুখোমুখি থেকে মুক্তির জন্যে আপোষহীন ছিলেন।

আপডেট সময় : ০১:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

দেশনেত্রী বেগম খালেদাজিয়া দেশ-জাতিকে সংকট ময় পরিস্হির মুখোমুখি থেকে মুক্তির জন্যে আপোষহীন ছিলেন। তিনি অন্যায় ও অনৈতিক বা ক্ষমতার দাম্ভিকতার কাছে মাথা নত না করে জনতার উপর জুলুম নিপীড়নে ছিলেন প্রতিবাদী এক উদ্দীপ্ত কণ্ঠস্বর। আজ ভোর ছয় ঘটিকার সময় এভারগ্রীন হাসপাতালে আল্লাহপাকের ইচ্ছার নিয়ম অনুযায়ী তিনি শেষ নিংশ্বাস ত্যাগ করেছেন।”ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন “। হে মাবুদ প্রেসিডেন্ট হিসাবে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমান এর সহধর্মিণী বেগম খালেদা জিয়া জ্ঞান থাকা পর্যম্ত আপনার নির্দেশনা অনুযায়ী মুসলিম সহ সকল জাতির কল্যান আর দেশের কল্যাণে ঐক্যে ছিলেন আপোষহীন। যারা দেশ ও জাতির অকল্যাণকর চিন্তা-ভাবনা করতেন তাদের সাথে আপোষ করেননি। মুসলিম বিশ্ব আর প্রতিটি নাগরীক এর মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করতে ছিলেন আপোষহীন। হে আল্লাহ আপনি তার সকল ভুলক্রটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন। তিনি সমাজের জুলুম-নিপিড়ন আয়নার মত তুলে ধরা সমাজ দায়িত্বশীল সাংবাদিকদের অত্যান্ত শ্নেহ করতেন ভালবাসতেন। তিনি দায়িত্বশীল সাংবাদিকতা মনে করতেন সত্যপ্রকাশকারীকে। সমালোচককে বলতেন আপনি ভুল পথে চলতে গেলে আপনি সমালোচক সঠিক পথ দেখান। বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন
(বিআরজেএ) এর চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম গোটা দেশপ্রমিকদের সাথে শোক প্রকাশ করছে। বিআরজেএ গঠনে দেশপ্রমিক রাজনৈতিক ব্যাক্তি আধিপত্যবাদ বিরোধী সালাউদ্দীন কাদের চৌধুরী, দেশপ্রমিক সাংবাদিক এর অভিভাবক আনোয়ার জাহীদ ও আব্দুল কাদের মোল্লাকে দিয়ে গঠন করাণ। হে মাবুদ  আপনি তাকে জান্নাতের মেহমান হিসাবে গ্রহন করুন। সরকারের কাছে আহবান কম তিনদিনের জাতিয় শোক আর ধর্ম মন্ত্রনালয় কতৃক তিন দিন ফজর ও আসর নামাজ পড়ে দোয়ার জন্যে নির্দেশনা দেওয়ার আহবান জানাচ্ছি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন(বিআরজেএ) শোকসন্তপ্ত পরিবার আর মরহুমার প্রকৃত অনুসারীদের সাথে সসমবেদনা প্রকাশ করছে।