হে-বীর

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
  • আপডেট সময় : ১২:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

হে বীর-হে যোদ্ধা আশীর্বাদ আছে

নির্ভয়ে এগিয়ে যাও-খুঁজ শত্রুর নিশানা

জাগ্রত কর-ঘুমন্ত বিবেক

জাগ্রত কর-দুইশ কোটি মানুষ জয় কর-পরাধীনতার শাসন প্রতিবাদ কর

অস্ত্র হাতে উড়াও স্বাধীন পতাকা।

 

হে বীর-হে যোদ্ধা তুমি দেখাও দুর্বলের শক্তি

উৎকণ্ঠা সুরে বিদ্রোহী গানে বাঁচাও তোমার দেশ

এ-কান্নার শুভ্রতা কী? প্রতিবাদ-তবে তাই কর।

চেয়ে দেখ অশ্রু নয়নে তাকিয়ে আছে পরাধীনতার দল

তারা কেবল দুর্বল শান্তনার বাণী আর কত?

দেখাও এবার ফল।

 

হে বীর-হে যোদ্ধা মুষ্টিবদ্ধ দলে এগিয়ে যাও

কাঁটা পথে উপরে ফেলো শোষণের স্তম্ভ

প্রতিবার-হুংকারে ঝাঁপিয়ে পড়ো যুদ্ধের তামামায়-ধ্বংস করো রক্তাক্ত ক্ষেপণাস্ত্র।

ট্যাগস :

হে-বীর

আপডেট সময় : ১২:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

হে বীর-হে যোদ্ধা আশীর্বাদ আছে

নির্ভয়ে এগিয়ে যাও-খুঁজ শত্রুর নিশানা

জাগ্রত কর-ঘুমন্ত বিবেক

জাগ্রত কর-দুইশ কোটি মানুষ জয় কর-পরাধীনতার শাসন প্রতিবাদ কর

অস্ত্র হাতে উড়াও স্বাধীন পতাকা।

 

হে বীর-হে যোদ্ধা তুমি দেখাও দুর্বলের শক্তি

উৎকণ্ঠা সুরে বিদ্রোহী গানে বাঁচাও তোমার দেশ

এ-কান্নার শুভ্রতা কী? প্রতিবাদ-তবে তাই কর।

চেয়ে দেখ অশ্রু নয়নে তাকিয়ে আছে পরাধীনতার দল

তারা কেবল দুর্বল শান্তনার বাণী আর কত?

দেখাও এবার ফল।

 

হে বীর-হে যোদ্ধা মুষ্টিবদ্ধ দলে এগিয়ে যাও

কাঁটা পথে উপরে ফেলো শোষণের স্তম্ভ

প্রতিবার-হুংকারে ঝাঁপিয়ে পড়ো যুদ্ধের তামামায়-ধ্বংস করো রক্তাক্ত ক্ষেপণাস্ত্র।