সংবাদ শিরোনাম :
জন্মদিন
কবি:মো: জাহিদুল ইসলাম জাহিদ
- আপডেট সময় : ০৫:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
এ বছর গিয়েছে চলে ,নতুনত্ব এসেছে ফিরে
কালো ছায়ার ঢেউ ভেঙে ,সাদা মেঘ রেখেছে ঘিরে,
আলোকিত জ্যোৎস্না দিয়েছে নীল তাঁরা উপহার
সূর্য নীলিমায় লেখা ছিলো জন্মদিন তোমার।
আনন্দ বেদনা কেটেছে যতো সময়ের এ বেলা
রুদ্র মেঘের সনে হয়েছে এই পথ চলা,
সময় ভাঙা কর্মে যুদ্ধে পেয়েছি যতো উপহার
দিলাম তোমায় বসন্ত মাখা স্বপ্ন বারবার।
সময়ের ক্রন্দন ছুটি দিয়ে থেকে যায় নীলিমার আলো
রয়ে যায় দীর্ঘ পথে মহাকালের ধূমকেতু গল্প,
এ পৃথিবীর যতো হাসি,যতো আনন্দ অশ্রু মায়া
লিখে দিলাম কাব্য কথায়,রইলো দিগন্ত জোড়া ভালোবাসা।









