সাংবাদিক নুরুল কবীরের উপর হামলা ডেইলি ষ্টার ও প্রথম আলো ভাঙচুরে হামলায় বিআরজেএ এর নিন্দাঃ
- আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
Share the post "সাংবাদিক নুরুল কবীরের উপর হামলা ডেইলি ষ্টার ও প্রথম আলো ভাঙচুরে হামলায় বিআরজেএ এর নিন্দাঃ"
আওয়ামীলীগের মহাজোট শাসনকালে প্রথম আলো অফিসে গিয়ে যারা তান্ডব চালায় তাদের সেদিন আইনের আওতায় আনলে গতকাল ডেইলি ষ্টার,প্রথম আলো ভাঙচুর করার সাহস দুবৃত্তরা পেতো না। বাংলাদেশ মফস্বল সাংবাদিক এ্যাসোসিয়েশন(বিআরজেএ) চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যুক্ত বিবৃতি এমন অভিযোগ করেন। তারা বলেন গতকাল জাতি যখন শোকেকাতরাচ্ছে যারা কয়দিন ধরে জঙ্গী আতংক ছড়াচ্ছে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে এই কাজ করলো কিনা নিরাপক্ষ তদন্তে বের হয়ে আসবে। বিআরজেএ দাবী করে এই তিনটি গঠনা রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্হা ও জাতিয় সাংবাদিক কতৃক তদন্ত করা হোক। তারা আশা করে সকল গণমাধ্যম নৈতিক ভাবে এক ভাবে সুসম্পর্ক রক্ষা না করলে আধিপবাদ অপশক্তি নতুন নতুন সংকট সৃষ্টি করবে।









