দৈনিক বাংলাদেশ সমাচারের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ও ড. খান আসাদুজ্জামান পিভিএমএস এর একক সংগীত অনুষ্ঠান
																
								
							
                                - আপডেট সময় : ০৪:১৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে
 
“বিশ্বজুড়ে কোটি মানুষের প্রাণে অঙ্গীকার ,তোমার আমার ভালবাসার বাংলাদেশ সমাচার।” থিম সং এর মধ্য দিয়ে ২১ ডিসেম্বর শনিবার রাজধানীর রাজউক ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ সমাচারের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। বহুমাত্রিক উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সমগ্র বাংলাদেশ থেকে বহু সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির প্রথম পর্বে সকালের নাস্তা সহ সাংবাদিকবৃন্দের আসন গ্রহণ পরিচয় পর্ব ও মাননীয় সচিব জনাব মোঃ মাহবুবুর রহমান সহ সম্মানিত অতিথিবৃন্দের মঞ্চে আসন গ্রহণ মূল্যবান বক্তব্য ও সম্মাননা প্রদান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্ন ভোজের পরে শুরু হয় অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, এ পর্বে সম্মানিত সচিব মহোদয় জনাব ড.মোঃ আনোয়ার উল্লাহ এফসিএমএ, বিখ্যাত সাংবাদিক ও কলামিস্ট মোঃ আমিরুল ইসলাম কাগজির উপস্থিতি এবং অতিথিবৃদ্ধের মঞ্চে আসন গ্রহণ সহ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সাংবাদিকবৃন্দের মাঝে সম্মাননা প্রদান শেষে দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘোষনা করা হয় ।অনুষ্ঠানটির শুরু থেকে শেষ পর্যন্ত মাঝে মাঝে বিভিন্ন শিল্পী সাইলু শ্যামা সহ অনেক শিল্পীর গান পরিবেশন করা হয়। আলোকিত সন্ধ্যার পরে শুরু হয় বহুগুণে গুণান্বিত কবি সাহিত্যিক লেখক শিল্পী সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান পিভিএমএস এর একক সংগীত অনুষ্ঠান।উক্ত সংগীত অনুষ্ঠানে তিনি তার স্বরচিত গান ও বিভিন্ন বিখ্যাত শিল্পীর গান পরিবেশন করেন এবং দর্শক নন্দিত হন। সকাল হতে রাত পর্যন্ত সকলে মন্ত্রমুগ্ধের মতো পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন এবং আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন। পরিশেষে সম্পাদক মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি শেষ করেন।
																			









