চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- আপডেট সময় : ০১:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে
চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র্যালীটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে শেষ হয়।
বুধবার (৭ নভেম্বর) বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চারঘাট পৌর বিএনপির সাধারন সম্পাদক নজমুল হকের সঞ্চালনায় পৌর বিএনপির সভাপতি মমিনুল হক মোমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।
প্রধান বক্ততা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল সহ উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
মোঃ শফিকুল ইসলাম
চারঘাট,রাজশাহী। ৭ নভেম্বর ২৪










