ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফিরবেনা কেউ

কবি: মো: জাহিদুল ইসলাম জাহিদ
  • আপডেট সময় : ০৬:২৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

 

 

একদিন আমি আর ফিরবো না

ফিরবোনা এই শহরের ব্যস্ত গলিতে

আমার চারদিকে মানুষেরা ব্যতীত হবে,

কান্নায় ভেঙে পরবে হয়তো অচেনা পথিকের দল।

 

যে পথের স্পর্শে আমি ফিরতাম ঘরে

সেই পথ অদৃশ্য ব্যাকরণের গল্প হবে,

আস্তে আস্তে মৃত সমুদ্রে পরিণত হবে আমার ঘর

অনির্দিষ্ট পথ চিহ্ন নিভে যাবে দিগন্তের যতো আলো।

 

আমার না ফেরা গল্প লিখবেনা কেউ

তপস্যার অবসাদের কবিতা পড়ে

রাতের শেষে ক্লান্ত হবেনা কোন কবি,

স্বার্থের চাদরে গভীরতম সন্ধ্যা হবে দিনের পর দিন।

 

আমার ফিরে-না আসার অব্যক্ত গল্পে

নীরব আত্মা হবো দূরের সন্ধে তারায়,

কোন অদৃশ্য আলোয় ফুটবে শত গোলাপ ফুল

হৃদয়ের যতো ক্ষতচিহ্ন গহিন আঁধারে লোকাবে ,

উঁকি দিবে সমুদ্র চাঁদ নীল জল ঢেউ

অবসাদের মুক্তিতে হাসবে জোছনার আলো।

 

পৃথিবীর সব নিয়ম ভেঙে ফিরবেনা কেউ

ফিরে আসার গল্পেও- না !

নিয়মের খেলায় সকল মৃত আত্মার সনে কথা হবে নীরবে,

তবু ফিরে আসেনা কেউ,চীর সবুজ জীবন্ত হয়ে।

 

শ্রদ্ধেয় আসাদ মামার স্বরনে এই কবিতা লেখা

ট্যাগস :

ফিরবেনা কেউ

আপডেট সময় : ০৬:২৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

 

 

একদিন আমি আর ফিরবো না

ফিরবোনা এই শহরের ব্যস্ত গলিতে

আমার চারদিকে মানুষেরা ব্যতীত হবে,

কান্নায় ভেঙে পরবে হয়তো অচেনা পথিকের দল।

 

যে পথের স্পর্শে আমি ফিরতাম ঘরে

সেই পথ অদৃশ্য ব্যাকরণের গল্প হবে,

আস্তে আস্তে মৃত সমুদ্রে পরিণত হবে আমার ঘর

অনির্দিষ্ট পথ চিহ্ন নিভে যাবে দিগন্তের যতো আলো।

 

আমার না ফেরা গল্প লিখবেনা কেউ

তপস্যার অবসাদের কবিতা পড়ে

রাতের শেষে ক্লান্ত হবেনা কোন কবি,

স্বার্থের চাদরে গভীরতম সন্ধ্যা হবে দিনের পর দিন।

 

আমার ফিরে-না আসার অব্যক্ত গল্পে

নীরব আত্মা হবো দূরের সন্ধে তারায়,

কোন অদৃশ্য আলোয় ফুটবে শত গোলাপ ফুল

হৃদয়ের যতো ক্ষতচিহ্ন গহিন আঁধারে লোকাবে ,

উঁকি দিবে সমুদ্র চাঁদ নীল জল ঢেউ

অবসাদের মুক্তিতে হাসবে জোছনার আলো।

 

পৃথিবীর সব নিয়ম ভেঙে ফিরবেনা কেউ

ফিরে আসার গল্পেও- না !

নিয়মের খেলায় সকল মৃত আত্মার সনে কথা হবে নীরবে,

তবু ফিরে আসেনা কেউ,চীর সবুজ জীবন্ত হয়ে।

 

শ্রদ্ধেয় আসাদ মামার স্বরনে এই কবিতা লেখা