গাজীপুর সিটি কর্পোরেশনের আন্তজোনাল ফুটবল টুর্নামেন্টে প্রাণবন্ত উদ্বোধন
																
								
							
                                - আপডেট সময় : ০২:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
 
Share the post "গাজীপুর সিটি কর্পোরেশনের আন্তজোনাল ফুটবল টুর্নামেন্টে প্রাণবন্ত উদ্বোধন"
গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তজোনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এ টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান। টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক হান্নান মিয়া হান্নু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
তানভীর আহমেদ, সাবেক কাউন্সিলর
মনিরুজ্জামান খান লাবলু
রিপন শাহ, যুগান্তর প্রতিনিধি
এস এম হাবিবুর রহমান হাবিব
গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা
গাজীপুর ফুটবল ফেডারেশনের নেতৃবৃন্দ
জোন-২ (পূবাইল) ও জোন-৪ (গাজীপুর সদর) এর খেলোয়াড় ও কর্মকর্তা বৃন্দ
অনুষ্ঠানে বক্তারা ফুটবলের বিকাশে এমন আয়োজনকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে গাজীপুরকে একটি ক্রীড়া-সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
⚽ ফুটবলের প্রতি মানুষের আগ্রহ ও ক্রীড়ামোদী জনসাধারণের উচ্ছ্বাসে টুর্নামেন্টের মাঠ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
																			









