সংবাদ শিরোনাম :  
                            
                            নেশা
																
								
							
                                
                              							  কবি :মো:জাহিদুল ইসলাম জাহিদ									
								
                                
                                - আপডেট সময় : ১২:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৭১৯ বার পড়া হয়েছে
 
বলতে চাই-শিখার তীব্র দহন জ্বালা
নেশা ফোরালে দেখবি কত-পৃথিবীর নিরব খেলা
দুয়ার মত উড়ে গেছে-টাকায় নেশার গন্ধ
হাসি গানে লুকিয়ে থাকে-প্রিয়জনার দন্ধ।
পকেটে নেই এক আনা-সংসারে জলুক বাতি
দিন ফুরাবে নেশার টানে -আমার কিসে ক্ষতি
আমার ভীষন যাচ্ছে দিন-ভালো কিসে মন্দ
স্ত্রী সন্তান বাঁচলে বাঁচে-নিশায় বড় আনন্দ ।
একে একে সংসার গেলো-স্ত্রী ভীষন ক্ষিপ্ত
সংসার চলে বাপের টাকায়-আমি রাজ- পুত্র
আমার পুত্র আছে বেঁচে-আমার কি দায় তাতে!
আমার বাবা চাকুরী চলে-সংসার দুধে-ভাতে।
একটি সংসার নেশার কাছে-জ্বলে পুরে ছাই হলো
পুত্র স্ত্রী বাবা মায়ে-কত গ্লানি অপমানে জীবন্ত রহিলো
দিনের পর দিন চলেছে-নেশা মরন বাতি
বেঁচে আছে বড্ড বেশী-কালো ছায়ার রাত্রি ।
যোগের পর যোগ চলে যায় -নেশা মরার কলে
কে বাঁচাবে দেশের জাতি-মায়ার অশ্রু জলে
আমার ভাইয়ের দেহে নেশা-তোমার কবে হবে?
এমনি করে নেশার জগত -বেঁচে দেহে রবে।
																			








