ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নোভারটিস কর্মীদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৩৮৪ বার পড়া হয়েছে

১৪ জনুয়ারি সকাল ১১ টায় রাজধানীর তেজগাঁওয়ের নোভারটিস বাংলাদেশের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কোম্পানির প্রতিনিধিরা। বিক্ষোভকারীরা জানান, ভারত-পাকিস্তানের পর বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নোভারটিস বাংলাদেশ লিমিটেড। এ অবস্থায় কোম্পানিটির শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কাছে হস্তান্তর হওয়া এবং কর্মীদের সেই প্রতিষ্ঠানের কাছে তুলে দেয়ায় আমাদের এ প্রতিবাদ আমাদের দাবি, আমরা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি হতে চাই না। যেহেতু কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নেবে, আমাদের সম্মানজনক ক্ষতিপূরণ দিয়েই তাদের যেতে হবে।আমাদের দাবি, বর্তমানে কর্মরতদের মধ্যে অনেকেই ১৫ থেকে ২০ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করে আসছেন। এ অবস্থায় যদি কোম্পানিটি চলে যেতে চায়, তাহলে অবশ্যই আমাদের প্রাপ্য ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে। আমাদের কর্মীদের অনেকেই এখনও অন্তত আরও ১৫-২০ বছর চাকরি করার যোগ্যতা রাখেন। আবার কিছু কর্মী আছেন যারা চাকরির শেষ সময়ে, তারা চাইলে এখন অন্য আরেকটা কোম্পানিতে নতুন করে চাকরি শুরু করতে পারবেন না। তাই যতক্ষণ পর্যন্ত সম্মানজনক ক্ষতিপূরণের ঘোষণা না আসবে, আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব।
আমরা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে নিজেদের সর্বোচ্চ মেধা ও আন্তরিকতা দিয়ে কাজ করেছি। অন্যান্য ওষুধ কোম্পানি যেখানে নানারকম উপহার দিয়ে চিকিৎসকদের কনভিন্স করেছে, আমরা সম্পূর্ণ নিজেদের যোগ্যতা ও দক্ষতায় কোম্পানির ওষুধ বিক্রি করেছি। কিন্তু কোম্পানি যখন চলে যাচ্ছে, তখন আমাদের খালি হাতে বিদায় নিতে হচ্ছে। তাহলে আমাদের এত শ্রম-ঘামের মূল্য কোথায়? আমাদের তো কাল থেকেই পথে বসতে হবে।তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে, তার সঙ্গে পালিয়ে যাওয়া আরেক দোসরের কোম্পানির হাতে আমাদের তুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে যেতে চাই না। হয় নোভারটিসের অধীনেই আমরা কাজ করব, অন্যথায় আমাদের প্রাপ্য ক্ষতিপূরণ দিয়ে তাদের বিদায় নিতে হবে।
আন্দোলন কারীরা আরো বলেন, ১৮ বছর ধরে চাকরি করছি। কিন্তু আমাদের না বলেই একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা চলে যাবে। তারা আমাদের থার্ড পার্টির কাছে বিক্রি করে দিয়েছে, অথচ এই সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের একটিবার জানানোর প্রয়োজন মনে করল না। এটি আমাদের সঙ্গে প্রতারণা। কর্মকর্তাদের দাবি আমরা কেন ক্ষতিপূরণ ছাড়াই চাকরি হারাব? আমাদের শুধু ক্ষতিপূরণ দিলেই হবে না, প্রাপ্য ও সম্মানজনক ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে।” পরবর্তীতে তারা আরো কঠিন কর্মসূচি দিবেন বলে প্রতিনিধিকে জানান। কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায় নাই।

 

ট্যাগস :

নোভারটিস কর্মীদের ক্ষতিপূরণ দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ১০:১৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

১৪ জনুয়ারি সকাল ১১ টায় রাজধানীর তেজগাঁওয়ের নোভারটিস বাংলাদেশের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কোম্পানির প্রতিনিধিরা। বিক্ষোভকারীরা জানান, ভারত-পাকিস্তানের পর বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নোভারটিস বাংলাদেশ লিমিটেড। এ অবস্থায় কোম্পানিটির শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কাছে হস্তান্তর হওয়া এবং কর্মীদের সেই প্রতিষ্ঠানের কাছে তুলে দেয়ায় আমাদের এ প্রতিবাদ আমাদের দাবি, আমরা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি হতে চাই না। যেহেতু কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নেবে, আমাদের সম্মানজনক ক্ষতিপূরণ দিয়েই তাদের যেতে হবে।আমাদের দাবি, বর্তমানে কর্মরতদের মধ্যে অনেকেই ১৫ থেকে ২০ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করে আসছেন। এ অবস্থায় যদি কোম্পানিটি চলে যেতে চায়, তাহলে অবশ্যই আমাদের প্রাপ্য ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে। আমাদের কর্মীদের অনেকেই এখনও অন্তত আরও ১৫-২০ বছর চাকরি করার যোগ্যতা রাখেন। আবার কিছু কর্মী আছেন যারা চাকরির শেষ সময়ে, তারা চাইলে এখন অন্য আরেকটা কোম্পানিতে নতুন করে চাকরি শুরু করতে পারবেন না। তাই যতক্ষণ পর্যন্ত সম্মানজনক ক্ষতিপূরণের ঘোষণা না আসবে, আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব।
আমরা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে নিজেদের সর্বোচ্চ মেধা ও আন্তরিকতা দিয়ে কাজ করেছি। অন্যান্য ওষুধ কোম্পানি যেখানে নানারকম উপহার দিয়ে চিকিৎসকদের কনভিন্স করেছে, আমরা সম্পূর্ণ নিজেদের যোগ্যতা ও দক্ষতায় কোম্পানির ওষুধ বিক্রি করেছি। কিন্তু কোম্পানি যখন চলে যাচ্ছে, তখন আমাদের খালি হাতে বিদায় নিতে হচ্ছে। তাহলে আমাদের এত শ্রম-ঘামের মূল্য কোথায়? আমাদের তো কাল থেকেই পথে বসতে হবে।তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে, তার সঙ্গে পালিয়ে যাওয়া আরেক দোসরের কোম্পানির হাতে আমাদের তুলে দেয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে যেতে চাই না। হয় নোভারটিসের অধীনেই আমরা কাজ করব, অন্যথায় আমাদের প্রাপ্য ক্ষতিপূরণ দিয়ে তাদের বিদায় নিতে হবে।
আন্দোলন কারীরা আরো বলেন, ১৮ বছর ধরে চাকরি করছি। কিন্তু আমাদের না বলেই একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা চলে যাবে। তারা আমাদের থার্ড পার্টির কাছে বিক্রি করে দিয়েছে, অথচ এই সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের একটিবার জানানোর প্রয়োজন মনে করল না। এটি আমাদের সঙ্গে প্রতারণা। কর্মকর্তাদের দাবি আমরা কেন ক্ষতিপূরণ ছাড়াই চাকরি হারাব? আমাদের শুধু ক্ষতিপূরণ দিলেই হবে না, প্রাপ্য ও সম্মানজনক ক্ষতিপূরণ দিয়ে যেতে হবে।” পরবর্তীতে তারা আরো কঠিন কর্মসূচি দিবেন বলে প্রতিনিধিকে জানান। কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায় নাই।