সংবাদ শিরোনাম :
বিজয়ের আনন্দ
কবিঃ মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
- আপডেট সময় : ০১:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ২৯৫ বার পড়া হয়েছে
রক্ত – স্লোগান আগুন-জ্বালা,শহীদ গাজীর এই দেশ
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান- মুসলমানের পবিত্র ভূমি এই স্বদেশ,
বর্ষা- শীত-ফাল্গুন হাওয়া নৃত্য গানের ছন্দে আবেশ
লাল সবুজের পাতাকা আমার নাম তার বাংলাদেশ।
সাতচল্লিশ- একাত্তর- চব্বিশে মুক্তি পাওয়া এই দেশ
কৃষক-শ্রমিক-কামার-কুমার জনতার এই বাংলাদেশ,
বুলেট-গ্রানেড-অস্ত্রে মুখে রক্তে ভাসা আমার স্বদেশ
লাখো শহীদ মা-বোনের ইজ্জতের দামে বাংলাদেশ।
সকল শহীদ বীর গাজীদের বিজয়ে আমার বাংলাদেশ
সালাম যানাই শহীদ -গাজীর মুক্তিবাহিনীর বীরত্বরেশ,
বিজয়ের পতাকা উড়ছে ঐ আনন্দের আজ নাইকো শেষ
মুক্তি পেলো সকাল হলো বিজয়ের আনন্দ বাংলাদেশ।









