মানুষের মত মানুষ দেখি বিদ্যা ভরা মগজ
সৃষ্টি তারে করেছে রব-শেষ্ঠ বিধান জগত,
সেই মানুষেই মানুষ মারে,প্রানী কেবল সে তুচ্ছ,
ব্যথায় পাজর ভেঙে গেলে দেখবে কে তার দুঃখ?
আমি বলি, তুমি মানুষ কবে ছিলে!
তোমার আত্মা কবেই গিয়াছে মরে,
"তোমার"
হিংসা-অবিচার-ঘুষ-সুদে অন্তর গেছে ভরে
মানুষ হইলে কি বোবা প্রাণীরে মারো তুমি জলে ডুবিয়ে।
শয়তানো হার মেনে যায় এই নাশকতার গল্পে
আমি আমারে মানুষ ভাবিনা জ্ঞান সঞ্চারনে,
বনের পশু ক্ষমা করে-হৃদয়ে উজার করে
আমি মানুষ হইয়া প্রানি মারি জলেতে ডুবাইয়ে।
Copyright © 2025 সত্যযুগ. All rights reserved.