
এ যাত্রায় গিয়াছে পথ বহুদূর চলে
চারপাশে উজ্জ্বল রঙ্গিত খোলা বাতাস উচ্ছ্বাসে প্রবাহিত শব্দের ধূমকেতু
খুঁজে পেয়েছে বিজয়ের নতুন ভোরের আলো।
আমি আমারে দেখিছি ভাঙা দেহের স্ট্রেচারে
মেরুদণ্ড থমকে যাওয়া রক্তে অসয্য ব্যথায়
হাটতে না পাড়া ব্যর্থ মানুষের চিৎকারে,
নীল ব্যথার গর্জে উঠা প্রতিটি রজনীর শেষ অন্তিম
ব্যথা যন্ত্রনায় অশ্রু জলের তীব্র হাহাকার।
কে দেখেছে নিশি জাগিয়া,
নিভে যাওয়া আলোয় খুলে আঁখি
উঠিবে যখন ভোরের প্রত্যাশায় রক্তিম শুভা
ভাঙা মেরুদণ্ড রক্তচাপা ব্যাথার উষ্ণতার প্রহর
আবার ফিরিবো মুক্ত বাতাসে নীল তরঙ্গে
এই জলসায় অবহেলার মুক্ত শহরে আমি অভিমানে।
Copyright © 2025 সত্যযুগ. All rights reserved.